নিজস্ব প্রতিনিধি :
তালায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাখি পাল(৩০) নামে এক গৃহবধু মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামকাটি গ্রামের স্কুল শিক্ষক তাপস কুমার পালের স্ত্রী। শনিবার(১৭জুলাই) সকাল ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, এক সপ্তাহ যাবত করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । গতকাল রাতে তার শ্বাসকষ্ট বেড়ে অক্সিজেন লেবেল ৩০/৩৫ নেমে যায়।
অতপর তাকে আইসিইউতে রাখার প্রয়োজন হলে সীট খালী না থাকার কারনে আজ সকালে হাসপাতালের বেডে তার মৃত্যু হয়। তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নারায়ন মজুমদার ফেসবুক স্টাষ্ট্যাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র পুত্রসন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর প্রকাশ করেছে তালা উপজেলা শিক্ষক সমিতি, ইউনিয়ন আলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামজিক সংগঠন।