হোম অন্যান্যসারাদেশ করোনায় মণিরামপুরের এক নারীর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের অধিবাসী আছিয়া খাতুন (৬৫) নামে একজন নারী কোভিড-১৯/করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আছিয়া খাতুন মল্লিকপুর গ্রামের গ্রামের মৃত মোবারক মোড়লের মেয়ে। স্থানীয়রা জানিয়েছেন, আছিয়া খাতুন রবিবার দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্বামী সন্তান না থাকায় তিনি দীর্ঘদিন ঢাকায় মল্লিকপুর গ্রামের প্রতিবেশী ভাইয়ের বাড়িতে কর্মরত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকাল ১০টার সময় তার মরদেহ মল্লিকপুর গ্রামে নিয়ে আসা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে আছিয়া খাতুনকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন