আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে নিজেদের পরিষেবা সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। রোববার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শনিবার স্থানীয় সময় গভীর রাতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালায় ইরান। দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয় বলে স্বীকারোক্তি দেয় ইসরায়েল। গোলার ধ্বংসাবশেষ পড়ে আহত হয় এক কিশোরী। দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশসীমায় শনাক্ত হয়েছে অসংখ্য ড্রোন। গোলান মালভূমি, নেভাতিম, দিমোনা ও এলিয়াতসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম্ব শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
হামলার পর জর্ডান, ইরাক ও লেবানন তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করে। যদিও ইরাক ও জর্ডান খুলে দেয় পরবর্তী্তে।