হোম জাতীয় নানা চাপে জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

নানা চাপে জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

জাতীয় ডেস্ক:

নানা চাপের কারণে জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে মুক্তিপণের কোনো তথ্য জানা নেই বলে জানান তিনি।

সোমবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আগামী ১৯ থেকে ২০ এপ্রিল দেশে ফিরতে পারেন নাবিকরা। তারা চাইলে বিমানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। নাবিকরা ফিরে আসলে প্রয়োজনে ওই জাহাজের জন্য মালিকপক্ষ নতুন করে নাবিক পাঠাতে পারেন।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, এমভি আব্দুল্লাহতে আর্মস গার্ড ছিল না; ফলে নিরাপত্তায় একটু দুর্বলতা ছিল। আর্মস গার্ড থাকলে হয়তো দস্যুরা জাহাজে আসার সাহস করতো না। জলদস্যুরা শেষ মুহুর্তেও নাবিকদের ঢাল হিসাবে ব্যবহার করতে তাদের সাথে নিয়ে যেতে চেষ্টা করে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন