হোম অন্যান্যসারাদেশ ইত্যাদির জন্য গান লিখলেন শৈলকুপার কৃতি সন্তান কবি ও চিত্রশিল্পী পলাশ

ইত্যাদির জন্য গান লিখলেন শৈলকুপার কৃতি সন্তান কবি ও চিত্রশিল্পী পলাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

দেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। যার নির্মাতা এ দেশের স্বনামধন্য উপস্থাপক হানিফ সংকেত। ইত্যাদি অনুষ্ঠানটি এখন দেশের বিভিন্ন জেলায় এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানটি এবার চিত্রায়িত হয়েছে শিক্ষানগরী রাজশাহীর সারদার ঐতিহ্যপূর্ণ বাংলাদেশ পুলিশ একাডেমিতে। অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী ইত্যাদি যে জেলায় অনুষ্ঠিত হয় তার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি গান পরিবেশিত হয়ে থাকে। এবারের ইত্যাদি অনুষ্ঠানের জন্য গানের কথা লিখেছেন কবি ও চিত্রশিল্পী মনিরুজ্জামান পলাশ।

তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত গীতিকার। তিনি গীতিকবিতার জন্য ইতিপূর্বে অর্জন করেছেন ডেইলি স্টার-স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রবর্তিত সেলিব্রেটি লাইফ পুরস্কার। ফাগুণ অডিও ভিশন নির্মিত ইত্যাদি অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ টেলিভিশনে রাত ৮ টার বাংলা সংবাদের পর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন