এমএম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনির বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ১৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সমাপ্তিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গোয়ালডাঙ্গা মিতালী যুব সংঘের সামনে বকুল তলা চত্বরে আশাশুনির বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে ১৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, বীরমুক্তিযোদ্ধা আঃ সাত্তার গাজী, বজলুর রহমান সরদার, সিরাজুল ইসলাম, আফসার আলী গাজী, জি,এম আব্দুল গনি, আঃ আজিজ মোল্যা, ইউসুপ খাঁ, জবেদ আলী, শাহাবুদ্দীন বিশ্বাস, কার্ত্তিক চন্দ্র মন্ডল, পৌল সরকার, মাষ্টার মমতাজ উদ্দীন।
সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারন সম্পাদক নুরুজ্জামান মালির পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায় রাজু আহম্মদ পিয়াল , আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি এমএম সাহেব আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপদেষ্টা আছাফুদ্দৌলা, সহসভাপতি এনামুল হক গাজী, মুন্নাহার পারভীন, যুগ্ম সম্পাদক মুর্শিদ সানা, সাংগঠনিক সম্পাদক রবিউল সরদার, প্রচার সম্পাদক মুকুল মালী, দপ্তর সম্পাদক তরিকুল, অর্থ সম্পাদক মাষ্টার লালন সরকার, সদস্য পিয়া খাতুন, ফুরকান সরদার, সবুর গাজী, বড়দল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আছাদুল ইসলাম সহ ইউনিয়ন আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃদ । জাতির জনক বঙ্গবন্ধু সহ স্বপরিবার ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ইউপি সদস্য হাফেজ রুহুল আমিনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
