হোম অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক ইস্যুর কারণে ভোজ্যতেলের দাম বৃদ্ধি: বাণিজ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ইস্যুর কারণে ভোজ্যতেলের দাম বৃদ্ধি: বাণিজ্য প্রতিমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

আন্তর্জাতিক ইস্যুর কারণে ভোজ্যতেলের দাম বেড়েছে। স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। আরাও জানালেন, ভারত ছাড়াও রাশিয়া ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সাথে নিত্যপণ্য আমদানি করার জন্য চুক্তি করা হচ্ছে। এই তালিকায় ব্রাজিলও আছে। সেখান থেকে ভোজ্যতেল ও চিনি আমদানি করা হতে পারে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী ২-১ মাসের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির দোকানগুলোকে স্থায়ী কাঠামোর মধ্যে আনা হবে। চলতি অর্থবছরের মধ্যেই টিসিবির সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে।

তিনি আরও বলেন, পণ্যের যোগান বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল বলেই দাম কমেছে। রফতানি বাণিজ্যে বাংলাদেশ ভালো করছে। আসিয়ান মার্কেট ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন