হোম ফিচার ৯০-এর দশকে লুকিয়ে দুই কন্যাকে দত্তক নেওয়া নিয়ে মুখ খুললেন রাভিনা

বিনোদন ডেস্ক :

১৯৯৫ সালে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন রাভিনা টন্ডন। মাত্র ২১ বছর বয়স ছিল তখন নায়িকার। সেই সময়ে এই ঘটনা খুব বেশি দেখা যেত না। তাই চর্চার ভয়ে সে কথা লুকিয়ে রেখেছিলেন ‘আরণ্যক’-এর নায়িকা। পরবর্তীকালে পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া নিয়ে মুখ খোলেন রবিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেন তিনি। রাভিনার কথায়, ‘সেই সময়ে সংবাদমাধ্য়মে খ্যাতনামীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রবল কুৎসা রটত। সেই ভয়ে সব লুকিয়ে রেখেছিলাম। তাই সিদ্ধান্ত নিই, আমার মেয়েরা দশম শ্রেণী পাশ করার পরে সবাইকে জানাব।’ তার পরে মেয়েরা তাঁর সঙ্গে শ্যুটিংয়ে গেলে লোকে প্রশ্ন করতেন, ‘কার মেয়ে? কারা এরা’ তখন সবাইকে সত্যি কথা বলেছিলেন রাভিনা।

রাভিনার ভয় ছিল, দত্তক নেওয়ার কথা জানাজানি হয়ে গেলে লোকে মনে করবেন, রাভিনা লুকিয়ে সন্তানের জন্ম দিয়েছেন। তার পরে প্রশ্ন উঠবে, সন্তানদের বাবা কে, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, বিয়ে না করেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন রাভিনা, এ নিয়ে আরো অনেক কিছু। মূলত কূটকচালি পছন্দ করতেন না এই বলি নায়িকা। সম্প্রতি দত্তক-কন্যা ছায়ার বিবাহবার্ষিকীতে ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন রাভিনা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন