বাণিজ্য ডেস্ক :
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ভারতে ৫১৬ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রফতানি হবে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এ আদেশ কার্যকর থাকবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পূজায় ভারতীয় ছুটি ও রোববার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র মাছ গ্রহণ না করায় টানা তিন দিন বন্ধ থাকবে ইলিশ রফতানি কার্যক্রম।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইলিশ রফতানির ২০২১-২০২৪ এর নীতিমালা অনুযায়ী দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এর মধ্যে একদিনের সরকারি ছুটি ছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রফতানির এ আদেশ কার্যকর থাকবে। বেশির ভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হবে বলে জানান তিনি।
ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্য বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ও পরে আরও ১০টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দেন। এবার ভারতে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রফতানিকারক মোট প্রতিষ্ঠান ৫৯টি।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ইলিশ দ্রুত রফতানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ রফতানি হতো ভারতে। তবে ইলিশ আহরণের জন্য পরিবেশ অনুকূলে না থাকায় দিন দিন কমে আসছে ইলিশের সংগ্রহ। এতে দেশের চাহিদা না মেটায় সরকার ২০১২ সাল থেকে সরকার ইলিশ রফতানি বন্ধ করে দেয়। তবে ভারতে দুর্গাপূজার আগে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হয়।
