হোম আন্তর্জাতিক ৭৪ দিন পর ক্ষমতায় বসবেন ট্রাম্প

৭৪ দিন পর ক্ষমতায় বসবেন ট্রাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পথ নিশ্চিত করেছেন। কিন্তু তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নন। ওভাল অফিসে ফিরতে তার দুই মাসেরও বেশি সময় লাগবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যুক্তরাজ্যের তুলনায় বেশ আলাদা। জুলাই মাসে স্যার কিয়ার স্টারমারকে ভোটের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ততক্ষণে ঋষি সুনাক নিজের জিনিসপত্রও গুছাতে পারেননি।

কিন্তু আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে পুরো প্রক্রিয়াটি শেষ করতে অনেক বেশি সময় নেওয়া হয়।

ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারির আগে হবে না। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত জো বাইডেনই ক্ষমতায় থাকবেন। যদিও তিনি রাজনৈতিকভাবে খুব সীমিত ক্ষমতা নিয়ে কাজ করতে পারবেন।

চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকার পর লাখো আমেরিকানের ভোটে ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে আসতে চলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে রিপাবলিকানরা পশ্চিম ভার্জিনিয়া, ওহাইও এবং মন্টানার সিনেট আসনগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। আগে এগুলো ডেমোক্র্যাটদের দখলে ছিল।

প্রতিনিধি পরিষদের কিছু আসন এখনও নির্ধারিত হয়নি। তবে সিবিএস নিউজের মতে,হাউসের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের দিকেই ঝুঁকছে। যদি সফল হয়,তবে জানুয়ারিতে ট্রাম্প শপথ নেওয়ার পর, প্রতিনিধি পরিষদ, সিনেট ও হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ একসঙ্গে রিপাবলিকানদের হাতে থাকবে।

সব মিলিয়ে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণার পর রিপাবলিকানদের নিরঙ্কুশ জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন