হোম আন্তর্জাতিক ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব

৫ হাজার পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
গত ১৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবই পাঁচ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে। খবর ডন ও এআরওয়াই নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ মে) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পরিষদে (এনএ) বিভিন্ন দেশ থেকে বিতাড়িত পাকিস্তানি ভিক্ষুকদের তালিকা প্রকাশ করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান থেকে পাকিস্তানি ভিক্ষুকদের ফেরত পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি ছাড়াও ইরাক থেকে ২৪২ জন, মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৯ জন ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালে মোট ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়। এর মধ্যে শুধু মাত্র সৌদি আরবই ৫৩৫ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ৯ জন এবং ইরাক থেকে পাঁচজন ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন