নড়াইল অফিস:
নড়াইলে ৪৩ তম বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার(১০মার্চ) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান মিকু,জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি.আয়ুব খান বুলু,সহ-ষাধারণ সম্পাদক কৃষপদ দাস প্রমুখ।
বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ২৩টি জেলা ও ৫টি সার্ভিসেস দল সহ মোট ২৮টি দলের ২১৮ জন খেলোয়ড় পুরুষ গ্রুপে ১০টি ইভেন্টে ও মহিলা গ্রুপে ১০টি ইভেণ্টে অংশগ্রহন করে। গত ৮ মার্চ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৩ দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়।