হোম বিনোদন ৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

বিনোদন ডেস্ক:
গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল ‘দুষ্টু কোকিল’। যে গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে।

গ্লোবালি ব্লকবাস্টার ‘তুফান’ ছবির ‘দুষ্টু কোকিল’ প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি জন্মদিন, পিকনিক এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হরহামেশাই!

এ কারণে মাত্র ৭ মাসে চরকি ও এসভিএফের দুই ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ছাড়িয়েছে। যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড!

হিসেব মতে, পৃথিবীময় ৪০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত ‘দুষ্টু কোকিল’! গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারও মন্তব্যে লেখা হয়েছে, বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব!

শুধু ‘দুষ্টু কোকিল’ গান নয়, ‘তুফান’ ছবির ‘লাগে উরাধুরা’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গান আর অ্যাকশানে ভরপুর ‘তুফান’ ছবিতে শাকিবের অভিনয় মুন্সিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। এ কারণে ‘তুফান’ গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল।

পাশাপাশি জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের আগ পর্যন্ত টানা দুই মাস ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে হাউজফুল দিয়েছিল ‘তুফান’। একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের ২০ বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ডও ভাঙেন শাকিব। এ কারণে ঘোষিত হয়েছে ‘তুফান ২’ নির্মাণের।

আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি লেখা ও সুর সংগীত করেন আকাশ সেন। গানে কণ্ঠ দেন কণা ও আকাশ। কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ।

এর ডিজিটাল পার্টনার ছিল চরকি, ইন্টারন্যাশাল পার্টনার এসভিএফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।

‘তুফান’-এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন