জাতীয় ডেস্ক:
রাজধানীর তিনশ ফিটে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসলাম উদ্দিন (৫৫) নামে আরও একজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল নারায়ণগঞ্জ রুপগঞ্জের আতলাপুরের মোজাফ্ফর হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা কাজী রবিন জানান, গাজীপুর চৌরাস্তায় ‘তাউফিকা বাটিক হাউজ’ নামে থ্রি পিসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মঞ্জুরুলের। নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়ায়ও আরেকটা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে সকালে পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে যাচ্ছিলেন গাজীপুর। গাড়িটিতে ছিলেন তার মামা ব্যবসায়ী ইসলাম উদ্দিন, কর্মচারী কাজী রবিন, ড্রাইভার ও আরেকজন।
তিনি বলেন, গাড়িটি ৩০০ ফিট সড়কে চলার পথে কুড়িলের কাছাকাছি হঠাৎ ব্রেকফেল করে। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে গাড়িটির উপরে বসে থাকা মঞ্জুরুল ও ইসলাম উদ্দিন গাড়ির নিচে চাপা পড়েন। তবে সামান্য আহত হন ড্রাইভার ও তার পাশে বসা দুজন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মঞ্জুরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। ইসলাম উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।