হোম রাজনীতি ৩ মে সমাবেশ করবে হেফাজত, নারী সংস্কার কমিশন বাতিলের দাবি

৩ মে সমাবেশ করবে হেফাজত, নারী সংস্কার কমিশন বাতিলের দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

অনলাইন ডেস্ক:
বিভিন্ন দাবিতে আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। পাশাপাশি আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) থেকে ২৮ এপ্রিল (সোমবার) পর্যন্ত সারা দেশে জেলা ও থানায় স্থানীয় নেতাকর্মী এবং ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি ডেকেছে সংগঠনটি। এছাড়া ২৫ এপ্রিল জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন মহাস‌চিব সা‌জিদুর রহমান।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিববুল্লাহ বাবুনগরী। সাংবাদিকদের ব্রিফিং করেন যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক।

এ সময় কয়েকটি দাবি পড়ে শোনান তিনি। এগুলো হচ্ছে- ৫ মে শাপলাসহ সব ‘গণহত্যার’ বিচার; বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল; নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে ধর্মীয় বিধান, ইসলামী উত্তরা‌ধিকার আইন ও পা‌রিবা‌রিক বৈষম্য প্রস্তাব ও ক‌মিশন বা‌তিল করা ইত্যাদি।

আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) ও ২ মে (শুক্রবার) সারা দেশের প্রতিটি মসজিদে নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘প্রস্তাবনার অসারতা ও সংশ্লিষ্ট’ বিষয়ে মুসলিম আইন জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে হেফাজত।

বৈঠকে উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মাওলানা আবদুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মহফুজুল হক, মাওলানা আবু তাহের নদবী পটিয়া, মাওলানা আরশাদ রহমানী বসুন্ধরা, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ, মাওলানা শিব্বির আহমদ রশিদ কিশোরগঞ্জ, মাওলানা মোবারকুল্লাহ বি. বাড়িয়া, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রববানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন