হোম খেলাধুলা ২৯ গোল করে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে চলছে দারুণ এক সময়। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত ডিসেম্বরেই ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টাইনরা। সাম্প্রতিক সময়ে ফুটবলেও তাদের সময়টা ভালো। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে তারা। এছাড়া নারীদের ক্রিকেটে সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা গড়েছে আর্জেন্টাইন নারীরা। এতো সুসংবাদের মধ্যে এবার রাগবিতেও বড়সড় অর্জনের সামনে আর্জেন্টাইনরা।

রাগবি বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইউরোপের দল ওয়েলসকে ২৯-১৭ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা।

মার্সেইর স্টেড ভেলোড্রোম স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথমদিকে ১০-০ গোলে পিছিয়ে ছিল আকাশী-নীল দল। তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে আর্জেন্টাইনরা। শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-রদ্রিগোদের দেশের রাগবি দল।

এবারের রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে আয়ারল্যান্ডকে ২৮-২৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউই দলটি।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১০-২৭ গোলে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে। পরবর্তীতে সামোয়ার বিপক্ষে ১৯-১০ গোলে, চিলির বিপক্ষে ৫৯-৫ গোলে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ৩৯-২৭ গোলে জিতে সেমির মঞ্চে নাম লেখায় আর্জেন্টাইনরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন