হোম জাতীয় ২৫ দিন পর অপহৃত কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

জাতীয় ডেস্ক :

দিনাজপুরের ফুলবাড়ীর কলেজছাত্রী নূপুর মহন্ত অপহরণের চাঞ্চল্যকর ঘটনার ২৫ দিন পর গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার কার্ডগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে। রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রওশন সরকার বলেন, নূপুর মহন্ত অপহরণ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়ার কার্ডগড়া এলাকার এক বাসা থেকে অপহৃতাকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

নূপুর মহন্তকে নিয়ে আসামি রুবেল ইসলাম ঘনঘন অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে একটু সময় লেগেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম নূপুর মহন্ত উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রওশন সরকারের নেতৃত্বে এএসআই মাসুদসহ পুলিশ সদস্যরা স্থানীয় র‌্যাব সদস্যদের সহযোগিতায় ঢাকার আশুলিয়ার কার্ডগড়া এলাকা থেকে নূপুর মহন্তকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করেন।

গতকাল শনিবার উদ্ধার হওয়া নূপুর মহন্ত ও গ্রেফতার রুবেল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন মাহালীপাড়া গ্রামের অজল মহন্তের কলেজ পড়ুয়া মেয়ে নূপুর মহন্ত অপহরণের শিকার হয়। এ ব্যাপারে ১৯ জানুয়ারি নূপুরের পিতা একই ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলামসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা নম্বর ৬।

মামলার পাঁচ আসামি জামিনে থাকলেও প্রধান আসামি রুবেল ইসলাম নূপুর মহন্তকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল। নূপুর মহন্তকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে প্রতিবাদ অব্যাহত ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন