হোম অন্যান্যস্বাস্থ্য ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক:

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৭২ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৭১৩ জনে। আর নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৩ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৬৬১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন