ঝিনাইদহ অফিস :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঝিনাইদহে ,সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান বলেছেন,আওয়ামী লীগ অপকর্মে করে পিঠ বাচাতে অন্যের ওপর তা চাপিয়ে দিতে সিদ্ধহস্ত । গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,জনগণ ও আন্দোলনকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু তাদের ব্যার্থতায় দেশ যে শোচনীয় পরিস্থিতি তা আড়াল করতে পারেন নাই। তিনি আজ বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা ও সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর বিএনপির পৃথক পৃথক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এসকল সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ,শরীফুল আলমও বক্তব্য রাখেন ।
তিনি বলেন ,বিএনপি নয়, আওয়ামী লীগের জনসমর্থন নেই বলেই তারা ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের সহযোগিতা চাচ্ছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে গোমর ফাঁস করে দিয়ে বলেছেন, হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে তিনি নিজে ভারতের সহযোগিতা চেয়েছেন। মশিউর রহমান আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সর্বাত্মক সফল করতে সকলের প্রতি আহ্বান জানান ।