খেলাধূলা ডেস্ক :
করাচি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতে মাত্র ১৩৮ রানের টার্গেট পায় কিউইরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমেও জয় পাওয়া হলো না টিম সাউদি বাহিনীর। আলোক স্বল্পতার কারণে সব কটি ওভার খেলার আগেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ ও নিউজিল্যান্ড ৬১২ রান করেছিল।
শুক্রবার (৩০ ডিসেম্বর) পঞ্চমদিনের খেলায় ৮ উইকেট হারিয়ে ৩১১ রান করে পাকিস্তান। দলের হয়ে ইমাম উল হক ৯৬, সৌদ শাকিল ৫৫ ও সরফরাজ আহমেদ ৫৩ রান করে। নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি নেন ৬ উইকেট, ২টি উইকেট পান মাইকেল ব্রেসওয়েল। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি মেজাজে এক উইকেট হারিয়ে ৭.৩ ওভারে ৬১ রান তুলে নিউজিল্যান্ড। কিন্তু আলোক স্বল্পতার কারণে এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ২৪ বলে ৩৫ রান নিয়ে টম ল্যাথাম ও ১৬ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে।
প্রথম ইনিংসে ৪৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। সেই সংগ্রহ টপকে গিয়ে লিড নেয় টিম সাউদি বাহিনী। ৬ উইকেটে ৪৪০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল তারা। কিউইদের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার টম ল্যাথাম। ১৯১ বলে ১১৩ রান করে আবরার আহমেদের বলে ক্যাচ তুলে দেন তিনি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন ডেভন কনওয়ে। ৮ রানের আক্ষেপ নিয়ে নৌমান আলির এলবিডব্লিউর ফাঁদে পা দেন তিনি।
এ টেস্টে উইলিয়ামসন ডাবল সেঞ্চুরি করেন। ২০০ রান করতে তার লাগে ৩৯৫ বল। ২১টি চারের পাশাপাশি তার ইনিংসে ছিল একটি ছয়ও। উইলিয়ামসন ২০০ করার পর নিউজিল্যান্ড ৯ উইকেটে ৬১২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। বাকিদের মধ্যে ইস সোধি ৬৫, টম ব্লান্ডেল ৪৭, ড্যারেল মিচেল ৪২ ও হেনরি নিকোলস ২২ রান করেন। পাকিস্তানের হয়ে আবরার ৫টি, নৌমান ৩টি ও ওয়াসিম জুনিয়র একটি উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেন বাবর আজম ও আগা সালমান। বাবরের ব্যাট থেকে ১৬১ ও সালমানের ব্যাট থেকে আসে ১০৩ রান। বাকিদের মধ্যে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ করেন ৮৬ রান। ইমাম উল হক করেন ২৪ রান। নিউজিল্যান্ডের হয়ে সাউদি পান ৩ উইকেট। অ্যাজাজ প্যাটেল, মাইকে ব্রেসওয়েল ও ইশ সোধি পান ২টি করে উইকেট। এক উইকেট নেন ওয়েগনার।