হোম আন্তর্জাতিক ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। বারবার জানান দিচ্ছে নিজেদের সক্ষমতা। সিউল কিংবা ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম এমন ব্যালিস্টিক, ক্রুজসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়ে যাচ্ছে কিম প্রশাসন।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি বেলুনকাণ্ডের মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান অঞ্চল থেকে পূর্বাঞ্চল লক্ষ্য করে ১০টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে পড়ার আগে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি স্পষ্ট উসকানি এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে জানায় সিউল।

এ ঘটনার পরপর সামুদ্রিক নিরাপত্তা জারি করেছে জাপান। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ক্ষেপণাস্ত্রগুলো দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এদিকে উত্তর কোরিয়া সুরক্ষিত সীমান্ত পেরিয়ে শত শত বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার আকাশে। কিন্তু সেই বেলুনগুলো ছিল আবর্জনা ও নোংরা জিনিসে ঠাসা। দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের মধ্যে আটটিতেই পাঠানো হয়েছে বেলুনগুলো।

বুধবার (২৯ মে) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই বেলুনের ছবি প্রকাশ করেছে। যার মধ্যে কিছু হাওয়া ছাড়া বেলুনও আছে। ছবিতে দেখা যায় সেই বেলুনগুলোর চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা। অন্য একটি ছবিতে দেখা যায় একটি ব্যাগ। ব্যাগের ওপর লেখা ‘ মলমুত্র’। উত্তর কোরিয়া লিফলেট আর আবর্জনা ভর্তি অন্তত ২৬০টি গ্যাস বেলুন পাঠায় দক্ষিণ কোরিয়াতে।

উত্তর কোরিয়া জানিয়েছে, টয়লেট পেপার এবং প্রাণীর মল সম্বলিত এই বেলুনের ঝাঁক বিভিন্ন সময়ে করা দক্ষিণ কোরিয়ার ‘প্রপাগান্ডার’ বিরুদ্ধে সমুচিত জবাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন