জাতীয় ডেস্ক :
ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না–এমন সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছেন সাধারণ বাইকচালকরা।
বুধবার (৬ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাথায় হেলমেট পরে ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক বাইকচালক।
এ সময় বাইকচালকরা মহাসড়কে মোটরসাইকেল বন্ধের জন্য বাস মালিকদের দোষারোপ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তার ইস্যুতে আন্তঃমহাসড়কে বাইক চলাচল বন্ধ কার্যকরী সমাধান নয়; বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হোক। কারণ, দেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা অধিক। এ নিষেধাজ্ঞার ফলে লাখো মোটরসাইকেল ব্যবহারকারী এবারের ঈদে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে সমস্যার সম্মুখীন হবেন।
ঈদের আগে ও পরে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান বাইকচালকরা।
এ সময় তারা সঠিক আইন প্রয়োগের মাধ্যমে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে অনুমতি চান।
