হোম বিনোদন হুমায়রা হিমুর জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-র প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।

শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা জানাজা শেষে হিমুর আকস্মিক মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা আহসান হাবিব নাসিম।

নাসিম বলেন, হুমায়রা হিমুর মৃত্যুর পর জানা গেছে বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। মৃত্যুর আগে হিমুর সঙ্গে রুফির ঝগড়াও হয়। গলায় ফাঁস লাগানো হিমুকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে সে প্রেমিক। বিষয়টি নিন্দনীয়।

এদিকে হিমুর সেই প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি জিয়াকে আটক করেছে র‍্যাব। দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিকেল সাড়ে ৫টায় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, উরফি জিয়া নামে হিমুর এক বন্ধু বিকেল ৩টার দিকে হিমুর উত্তরার বাসায় যায়। পরে উরফি জিয়া ওরফে রুফি (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) এবং ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপালাতে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিমুর গলায় দাগ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইলটাও পাওয়া যাচ্ছে না।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর ২০০৫ সালে টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন মো: জামালউদ্দিনের নাগরিক নাট্যাঙ্গন অনস্যাম্বলে। ২০০৬-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপরে তিনি ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করতে থাকেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন