হোম খুলনানড়াইল হুইপ হিসেবে নড়াইল আগমনে মাশরাফিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা

হুইপ হিসেবে নড়াইল আগমনে মাশরাফিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের সার্কিট হাউসে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় মাশরাফি বিন মোর্তজাকে অভিনন্দন জানান।

জানা যায়, আনুষ্ঠানিকতা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপারার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বত শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং অন্যান্য সকল কর্মকর্তাগণ।

এ সময় মাশরাফি বিন মোর্তজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে উনি আমাকে নিয়োগ দিয়েছেন এবং আমি আমার সর্বোচ্চ টুকু দিয়েই চেষ্টা করবো আমি আমার কাজটা ঠিকমতো করতে এবং সেই সাথে এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের কারণে আমি এ র্পযন্ত আসতে পেরেছি। আমি আমার কাজের মাধ্যম দিয়েই ওনাদের যে সমস্যাগুলো আছে পূরণ করার চেষ্টা করব।বড় বড় অনেক প্রকল্প শেষের পথে। বাকী ১/বা ২টা আছে সেগুলো আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেগুলো করার চেষ্ঠা করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন