হোম অর্থ ও বাণিজ্য হিলিতে ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধার

বাণিজ্য ডেস্ক :

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে পানামা পোর্ট ও কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের অভ্যন্তরে জাতীয় নিরাপত্তা বাহিনী এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই ট্রাক থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ভেতরে মাদকের একটি চালান হিলি স্থালবন্দরে প্রবেশ করেছে–এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় হিলি স্থলবন্দরের অভ্যন্তরে পাথরবোঝাই একটি ট্রাকে (ডব্লিউবি-৩৫১২৬৪) কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। এ সময় চালকের পকেট থেকে অভিনব কায়দায় রাখা ৬৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে ট্রাকটি জব্দ দেখানো হয়েছে। সেই সঙ্গে চালককে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৪ এপ্রিল ভুট্টাবোঝাই ভারতীয় ট্রাকে থেকে ৩২ বোতল মদ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন