হোম আন্তর্জাতিক হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সুখবিন্দর সিং সুখু। তার ডেপুটি হচ্ছেন বিধানসভার সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী।

রোববার সকাল ১১টায় তারা শপথগ্রহণ করবেন বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা হিমাচলে কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেশ বাঘেল। খবর হিন্দুস্তান টাইমসের।

বিধানসভা নির্বাচনে জয়ের পর ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) দিনভর চলে নানা নাটকীয়তা।

পরে এদিন রাতেই হিমাচলের রাজধানী শিমলার দফতরে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার প্রতিভা সিং (প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী), মুকেশ অগ্নিহোত্রী এবং সুখবিন্দর সিং সুখু। দুই ঘণ্টারও বেশি সময় ধরে এ বৈঠক চলে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কংগ্রেসে অভ্যন্তরীণ কোনো ঝামেলা নেই। বরং তারা সম্মিলিতভাবে হিমাচলের মুখ্যমন্ত্রী বেছে নেয়ার দায়িত্ব দলের হাইকমান্ডের হাতে দিয়েছেন।

কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে ৪০ জন বিধায়কই অংশ নেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বেছে নেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে দলের হাইকমান্ডের ওপর ছেড়ে দেয়ার প্রস্তাবে সায় দেন তারা। এর পরিপ্রেক্ষিতেই শনিবার (১০ ডিসেম্বর) হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো সুখবিন্দর সিং সুখু’র নাম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন