আন্তর্জাতিক ডেস্ক :
ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ভারতের হিমাচল প্রদেশে অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। প্রদেশটির বেশ কয়েকটি জেলায় আটকা পড়েছেন বানভাসি মানুষ।
অস্ট্রেলিয়াতে বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর-আবাসিক স্থাপনা পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অব্যাহত বন্যায় ক্ষতির আশঙ্কায় কলম্বিয়ায় রেড এলার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।
কলম্বিয়া
ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়িসহ কলম্বিয়ার উত্তরাঞ্চলের আবাসিক বিভিন্ন স্থাপনা। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে অফিসগামীরা। তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে জানিয়ে আগাম সতর্কতার অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
এক নাগরিক বলেন, দিন দিন পানি বেড়েই চলেছে। সেইসঙ্গে সাপ, মশার উপদ্রপও সহ্য করতে হচ্ছে। আমাদের ঘরবাড়ি ভেসে গেছে। কোথায় থাকবো জানিনা।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায়ও হু হু করে বাড়ছে বন্যার পানি। বিপর্যস্ত নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দারা। চলতি বছর এক দফা বন্যার ধকল কাটিয়ে না উঠতেই আবারো এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অন্তত ৬০-৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন।
ভারত
ভারতের বিভিন্ন রাজ্যে অতিরিক্ত বৃষ্টিতে বন্যায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা, ফসলি জমি। ভেঙে গেছে বহু বাড়িঘর। এতে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু-এলাকায়। হিমাচল প্রদেশের উত্তরাঞ্চলীয় কুল্লু জেলায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মহারাষ্ট্রের মুম্বাই শহরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পাকিস্তান
এদিকে, বন্যা ও ভূমিধসে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাফিয়ে বাড়ছে নারী ও শিশুসহ হতাহতের সংখ্যা। এরমধ্যে কোয়েটা জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। আরও ক্ষতির আশঙ্কায় বেলুচিস্তানে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
