অনলাইন ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহমিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আগামী সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
তিনি জানান, হাসান আরিফের মেয়ে কানাডা থেকে ফিরবেন আগামীকাল রবিবার (২২ ডিসেম্বর)। মেয়ে ফিরলে তাকে দাফন করা হবে।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর রোডের বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ জানাজায় অংশ নেন।
আজ শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সব সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।