হোম খেলাধুলা হার্ভার্ড শিক্ষিকাকে রিজওয়ানের কোরআন উপহার, ক্রিকেট নিয়ে আছেন বাবর

খেলাধূলা ডেস্ক:

হার্ভার্ডে বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন বাবর এবং রিজওয়ান।

বিশ্বজুড়ে বহু মেধাবী শিক্ষার্থী স্বপ্ন দেখেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ার। বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি প্রোগ্রামে যোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক-সহঅধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

হার্ভার্ড বিজনেস স্কুলের মতো জায়গায় নতুন পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে সময়টা ভালোই কেটেছে বাবর-রিজওয়ানের। বাবর আজম সহপাঠীকে ক্রিকেটে ক্যারিয়ার গড়তে উৎসাহ দিচ্ছেন। আর রিজওয়ান এক শিক্ষিকাকে কোরআন শরীফ উপহার দিয়েছেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

হার্ভার্ড বিজনেস স্কুলের বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন বাবর এবং রিজওয়ান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের ক্যাম্পাসে গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ক্লাস করেন দুই পাকিস্তানি ক্রিকেটার।

টুইটারে নিজের অভিজ্ঞতা জানিয়ে বাবর আজম বলেন, “পৃথিবীকে বদলে দিতে বদ্ধপরিকর কিছু মানুষের সঙ্গে দেখা।” নিজে শেখার পাশাপাশি সহপাঠীদের মাঝেও ক্রিকেটের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। যার প্রমাণস্বরূপ তার এক নারী সহপাঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “ক্রিকেটে আমি পরবর্তী ক্যারিয়ার খুঁজে নিয়েছি।

এদিকে, প্রোগ্রামের শেষ দিনে হার্ভার্ড বিজনেস স্কুলের এক শিক্ষিকাকে কোরআন শরীফ উপহার দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বলে রাখা ভালো, এ পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটারকে বিভিন্ন দেশে সফরে গিয়েও মসজিদে ইসলামিক বক্তৃতা দিতে দেখা গেছে।

এর আগে ফুটবলার কাকা, এডউইন ফন ডার সার, জেরার্ড পিকে, অলিভার কান, এনএফএলের ব্র্যান্ডন মার্শাল, এনবিএর ক্রিস বোশ ও ডোয়াইন ওয়েড এবং মেজর লিগ বেসবলের অ্যালেক্স রদ্রিগেজের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা এ প্রোগ্রামে অংশ নিয়েছেন। তবে বাবর-রিজওয়ানের আগে কোনো ক্রিকেটার এ প্রোগ্রামে অংশ নেননি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন