হোম আন্তর্জাতিক হারলেন বিলাওয়াল ভুট্টো!

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে তিনটি আসনের একটিতে হেরে গেছেন পাকিস্তান পিপল’স পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

লাহোরের এন-১২৭ আসনে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী আতাউল্লাহ তারারের কাছে পরাজিত হয়েছেন বিলাওয়াল। বেসরকারি ফলাফল অনুযায়ী, তারার ভোট পেয়েছেন ৯৮ হাজার ২১০। অন্যদিকে বিলাওয়াল পেয়েছেন ১৫ হাজার ৫টি।

তরুণ এই নেতার পরাজয়ের পর ভোট কারচুপির অভিযোগ তুলেছেন পিপিপির সিনিয়র নেত্রী সিনেটর শেরি রেহমান। তিনি বলেছেন, লাহোরের আসনে ভোটের ফলাফল উল্টোপাল্টা করা হয়েছে।

এবারের জাতীয় পরিষদ নির্বাচনে ৩৫ বছর বয়সী বিলাওয়াল তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কাম্বার শাহদাদকোট-১ এর ১৯৪ নম্বর আসনে ১ লাখ ৩১ হাজার ২১৭ ভোট পেয়ে জিতেছেন বিলাওয়াল।

তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট। আর লারকানার ১৯৬ আসনে পিপিপিপ্রধান পেয়েছেন ৮৫ হাজার ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মেহমুদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৪৯৯ ভোট।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন