হোম আন্তর্জাতিক হামাসের সঙ্গে সংঘাত:গাজায় ৪৩০ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে চার শতাধিক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহত হয়েছেন তারা।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে তিন ইসরাইলি সেনা নিহত হন। এছাড়া ‘সামরিক ট্রাফিক দুর্ঘটনায়’ আরও এক সেনা নিহত হয়েছেন। যদিও ‘দুর্ঘটনায়’ নিহত সেনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, নতুন চার সেনা নিহত হওয়ায়, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ জনে।

এদিকে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৯৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় চলমান এই যুদ্ধে নিহতের সংখ্যা ছাড়াল ১৮ হাজার। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে আল জাজিরাকে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া, ইসরাইলের সরকারি হিসাব অনুসারে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন