আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বিধ্বস্ত ইসরাইল থেকে ৬শ’র বেশি পশুপাখি উদ্ধার করেছেন দুই বন্ধু। স্বেচ্ছাসেবী ওই দুই বন্ধুর নাম অ্যাডাম বেনেট ও ইয়োভ বেন।
বুধবার (১৫ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এরপর ইসরাইল একদিকে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সীমান্তবর্তী অঞ্চলে আক্রমন চালানো শুরু করেছে।
এ অবস্থায় সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের ইসরাইল সরকার সরিয়ে নিলেও, পশুপাখির জীবন হুমকির মুখে পড়ে।
এমন পরিস্থিতিতে পশুপাখির জীবন রক্ষার জন্য এগিয়ে আসেন ইসরাইলের দুই পশুপ্রেমী স্বেচ্ছাসেবক অ্যাডাম বেনেট এবং তার বন্ধু ইয়োভ বেন। হামলার পর থেকে এ পর্যন্ত দক্ষিণ ইসরাইল থেকে প্রায় ৪৩০টি কুকুর, ২০০টি বিড়াল, পাখি, মাছ এবং গিনিপিগসহ ৬০০টিরও বেশি প্রাণী উদ্ধার করেছেন তারা। এরপর তারা চিকিৎসার জন্য এসব পশুপাখিগুলোকে পশু হাসপাতাল ও ফস্টার হোমে পাঠিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকে বেনেট (৩০) জানান, একটি ফেসবুক পোস্ট দিয়ে তারা গত ১০ অক্টোবর থেকে এই উদ্ধারকাজ শুরু করেন। এই কাজে তারা অনেক স্বেচ্ছাসেবকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। একইসঙ্গে যেসব পরিবার তাদের পোষা প্রাণী হারিয়েছেন, তাদের খুঁজতে সাহায্য করেছেন তারা।