হোম জাতীয় হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল, এজিএম স্থগিত

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল, এজিএম স্থগিত

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

জাতীয় ডেস্ক:

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে হাবে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে জারিকৃত রুল নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হাবের এজিএম স্থগিত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এর আগে কার্যনির্বাহী কমিটির আবেদনে প্রশাসক নিয়োগে ‘স্ট্যাটাসকো’র আদেশটি বৃহস্পতিবার ৩১ (অক্টোবর) স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।

এর আগে, গত ২৮ অক্টোবর হাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত করেন চেম্বার আদালত। একইসাথে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

গত ২৯ অক্টোবর হাবের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিলো। তার আগে গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক এবং কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন