হোম ঢাকা হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রহস্যময় কক্ষের সন্ধান

হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রহস্যময় কক্ষের সন্ধান

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নিউজ ডেস্ক:
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকায় অস্বাভাবিক নীরবতা নেমে আসে। মুহূর্তেই সেই নীরবতা ভাঙে যৌথ বাহিনীর কড়া পদচারণায়। গন্তব্য সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বহুতল ভবন ‘গুলশানারা মাসুদা টাওয়ার’।

চোখ এড়িয়ে থাকা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে খুঁজে পাওয়া যায় একটি গোপন কক্ষ। দরজা খুলতেই যেন উন্মোচিত হয় এক চমকপ্রদ রহস্য। সারি সারি চকচকে গাড়ি, যার মধ্যে একটি গাড়িতে গাঢ় অক্ষরে বসানো সংসদ সদস্যের লোগো। গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি।

এ যেন সিনেমার দৃশ্য, অন্ধকার কক্ষে আড়াল করে রাখা ক্ষমতার প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ হানা আর রহস্যময় আবিষ্কার। অভিযানের পর আটক করা হয় ভবনের দায়িত্বে থাকা ম্যানেজারকে। তবে এখনো রহস্যের জট খোলেনি এই গাড়িগুলো কেন লুকিয়ে রাখা হয়েছিল?

লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, ‘অভিযান যৌথ বাহিনী পরিচালনা করছে। আমরা অবহিত আছি, তবে পুলিশ সরাসরি অংশ নেয়নি। পুরো অভিযানে আছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন