জাতীয় ডেস্ক :
হলি আর্টিজান হামলা মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে। এখন ডেথ রেফারেন্স, আপিল শুনানি ও বিচারকাজ নিষ্পত্তি করবেন বিচারপতি শহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিচারপতি শহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ দায়িত্ব দেন।
পেপার বুকে মামলার পূর্ণাঙ্গ বিবরণ, বিচার কার্যক্রম, প্রমাণাদি, আদেশ, রায় এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি থাকে। আপিলের শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের পেপার বুক প্রয়োজন হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন ২২ জন। বিশ্বজুড়ে উগ্রপন্থা প্রসারের মধ্যে একদল তরুণের ওই আত্মঘাতী হামলা অনেকখানি বদলে দেয় বাংলাদেশকে।
আলোচিত এ মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ৭ জঙ্গির ফাঁসির আদেশ দেন আদালত।
