জাতীয় ডেস্ক :
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র জিকে গউছ ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমসহ ৪০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ এ আদেশ দিয়েছেন।
গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।
এরপর ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এ ব্যাপারে আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি করে আহত করেছে বিএনপির নেতাকর্মীদের। অথচ উল্টো তাদের মামলায় জেলে যেতে হয়েছে নিরপরাধ নেতাকর্মীদের।