হোম জাতীয় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারুন গ্রেফতার

হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারুন গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলায় আবু সালাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন অর রশিদ আওড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৩ জানুয়ারি কালাই পৌরসভার আওড়া মহল্লায় ভ্যানচালক আবু সালামকে হত্যা করা হয়। নিহত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ গ্রামের বাসিন্দা।

দুর্গাদহ বাজার থেকে ভ্যান ভাড়া করে কালাইয়ের আওড়া গ্রামে এলে চালক আবু সালাাকে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস ছাত্তার মামলা তদন্ত শেষে ২০০৫ সালের ৯ জুলাই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম অভিযুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। ওই তিন আসামির মধ্যে হারুন অর রশিদ পলাতক ছিলেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, মামলার রায় হওয়ার পর থেকেই পুলিশ পলাতক আসামি গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়। সবশেষ শুক্রবার দুপুরে শিমুলতলী এলাকার ঘোলা পুকুর থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন