হোম অন্যান্যসারাদেশ হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী সাতক্ষীরার কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদারকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গেপান সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালায়।

এসময় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী ডাকাত বাহার আলী তরফদারকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত বাহার আলীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন