হোম ফিচার হঠাৎ সুশান্তের ফেসবুক প্রোফাইল পরিবর্তন!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর ২ মাসের বেশি সময় পেরিয়ে গেছে। ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অথচ দু’দিন আগেও প্রয়াত অভিনেতার ফেসবুক পেজের প্রোফাইল ছবি পরিবর্তন হয়েছে!

বুধবার (১৮ আগস্ট) তার একটি পুরনো ছবি নতুন করে ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করা হয়। বিষয়টিকে অনেকেই ‘অলৌকিক’ বলেও দাবি করছেন।

বিষয়টিকে অদ্ভুত বা অদ্ভুতুড়ে কাণ্ড জানিয়ে মন্তব্য করেছেন ভারতীয় নেটিজেনরা। বেশির ভাগ মানুষেরই পছন্দ হয়নি মৃত ব্যক্তির ফেসবুক পেজ নিয়ে ঘাঁটাঘাঁটির।

অনেকে প্রশ্ন তুলেছেন, সুশান্তের ফেসবুক পেজটি এখন কার নিয়ন্ত্রণে? অনেকেই এটি ডিএক্টিভেটেড করে দেওয়ার দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুশান্ত জীবিত থাকাকালে তিনি ছাড়াও তার দুজন ব্যক্তিগত সহকারী এই পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর ওই সহকারীরাই পেজটি পরিচালনা করছেন। তারাই প্রিয় নায়কের নতুন প্রোফাইল ছবি যুক্ত করেছেন পেজে।

উল্লেখ্য, তুখোড় মেধাবী সুশান্ত সিং রাজপুত অভিনয়ের জন্য ভারতের অন্যতম সেরা বিদ্যাপীঠ দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। নাচ ও টিভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়।

২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুশান্ত। এরপর ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’, ‘পিকে’, ‘কেদারনাথ’ ও ‘ছিছোড়ে’র মতো সিনেমা উপহার দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন