হোম জাতীয় সড়কে পড়ে ছিল স্কুলছাত্রীর মরদেহ

জাতীয় ডেস্ক :

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া লাহাড়িকান্দা গ্রামের দরিদ্র সোহেল মিয়ার মেয়ে এবং লাহাড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাহাড়িকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এদিকে সুমাইয়ার বাবা সোহেল বাড়িতে মেয়েকে না পেয়ে রাস্তায় পড়ে থাকা শিশুর মরদেহ দেখতে যান। সেখানে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল আসে।

সুমাইয়ার বাবা সোহেল জানান, সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয় সুমাইয়া। ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজ করেন। পরে না পেয়ে রাস্তায় পড়ে থাকা মরদেহ দেখতে যান এবং নিজের মেয়েকে শনাক্ত করেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, শিশুটিকে বাস চাপা দিয়ে চলে গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন