নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ট্রাকের ধাক্কায় আরশাদ গাজী (৪৬) নামে এক ভ্যান চালকের প্রানহানি হয়েছে । বুধবার সন্ধ্যায় মহাসড়কের পাটকেলঘাটা থানা মির্জাপুর বাজার সংলগ্ন বালিগাদা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই ভ্যান চালক পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের চোমরখালী এলাকার মৃত কচু গাজীর ছেলে। দূর্ঘটনার বিষয়ে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জাপুর থেকে পাটকেলঘাটা বাজারের দিকে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন চালক আরশাদ । ওই সময় খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাক তাকে ধাক্কা দেওয়ার পর পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাঞ্চন রায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিন্ত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়েছে ।
