কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাদিয়া আক্তার (১৩), নামে এক মাদ্রাসাছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা প্রত্যক্ষ করে এ্যাম্বুলেন্সে থাকা প্রতিবেশী জাকির হোসেন (২২), নামের যুবকের মৃত্যু হয়। সাদিয়ার মুত্যুর পর ওই যুবক হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাণ হারায়।
জানা যায়, সাদিয়া আক্তার উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মোঃ রেনু মিয়ার কন্যা। সে বানিয়াগ্রাম ফাতেমা (রা.) কওমি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। অন্যদিকে জাকির হোসেন একই গ্রামের মোঃ রেনু মৃধার ছেলে ও তারুণ্য রক্তদাতা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
শনিবার সকালে সাদিয়া আক্তারকে বানিয়াগ্রাম ফাতেমা (রা.) কওমি মহিলা মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় বানিয়াগ্রামে সড়ক দুর্ঘটনায় সাদিয়া গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। সে সময় এ্যামুলেন্সে থাকা স্বেচ্ছাসেবক জাকির হোসেন সাদিয়ার, মুত্যু দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য কিছুদূর নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
s
