হোম খুলনাযশোর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই -মনিরামপুরে এম পি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই -মনিরামপুরে এম পি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। গণতন্ত্রের নেত্রী ও বিশ্বনন্দিত দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শনিবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কতৃর্ক আয়োজিত ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এমপি আরও বলেন, একটি সমাজ পরিবর্তনের জন্য সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে সমবায় সমিতি করেছেন। আর বঙ্গবন্ধু কন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমবায়কদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। সমবায়ের পক্ষ থেকে আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে কেন্দ্রীয় সমবায় সমিতি আরো অনেক এগিয়ে যাবে। উপজেলা সমবায় অফিসার তারেকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, জেলা বিআরডিবি উপ পরিচালক কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সমবায় অফিসার বিশ্বজিত কুমার রায়, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুরুন্নাহার ও মোহনপুরস্থ সমবায় সমিতির সভাপতি জিএম মজিদ।

অনুষ্ঠান শেষে রোহিতা বিশ্বাসপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতি ও কাশিমনগর দক্ষিণ কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি এমপি এস এম ইয়াকুব আলী।

এদিন দুপুরে মণিরামপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমপি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন