হোম জাতীয় স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন-মিশন বাস্তবায়নই লক্ষ্য: গণপূর্তমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন-মিশন বাস্তবায়নই লক্ষ্য: গণপূর্তমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে কাজ করে যাওয়ার কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) নিজ দফতরে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের অধীন সব দফতর ও সংস্থার প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

গর্ণপূর্তমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য।’

লক্ষ্য অর্জনে কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বক্তব্যে কর্মক্ষেত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে জনসেবা করারও আহ্বান জানান মন্ত্রী।

নতুন মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইন যথাযথভাবে মেনে চলার প্রতিও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি উবায়দুল মোকতাদির চৌধুরী মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। রোববার প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে এলে মন্ত্রণালয় ও সব দফতর ও সংস্থার প্রধান তাকে উষ্ণ সংবর্ধনা জানান। সংবর্ধনা শেষে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় কর্মকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন