ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজীর আলম বলেন, স্মার্ট ফকিরহাট বিনির্মানে কৃষকরা স্মার্ট ভাবে কৃষিকাজ শুরু হয়েছে। তিনি বলেন ২০৪১ সালের এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে। এই সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিতে উন্নয়ন ঘটাতে এই সরকার কৃষকদের নানা ভাবে সহযোগিতা করে চলেছেন। তিনি শুক্রবার বেলা ১২টায় বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক সুহাম্মদ ইমদাদুল হক (পিএইচডি), ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, সহকারি কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, জেলা কৃষি ট্রেনিং কর্মকর্তা মো. মোতাহার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অ লের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা প্রকল্প পরিচালক শেখ ফজলুর হক মনি। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত।
এর আগে কৃষি মেলা উপলক্ষে এক বণার্ঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বেলুন, ফেষ্টুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, কৃষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
