রাজনীতি ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) কটিয়াদী মডেল থানায় মামলাটি করেন নয়নের ছোট ভাই শফিকুল ইসলাম।
মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: সুরুজ মিয়া (৪৫), আলামিন মিয়া (২৬), শহিদুল ইসলাম (২৪) ও শাকিব মিয়া (২৪)। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ধুলদিয়া বাজার সংলগ্ন কাচারির মোড়ে নয়নের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।