খুলনা অফিস :
বাংলাদেশের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের সেবা দিচ্ছেন। এই কঠিন সময়ে সম্মুখ যোদ্ধাদের পাশে দাড়াতে ফেস শিল্ড উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াতল বাংলাদেশ। যে সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন হাসপাতালে নিজের জীবনকে বাজি রেখে রুগীদের সেবা দিতে কাজ করছেন তাদের জন্য সংস্থাটির এই আয়োজন। আমেরিকার দাতা সংস্থা “হেল্পএহ্যান্ড” এর অর্থায়নে ও দিকনির্দেশনায় “ছায়াতল বাংলাদেশ ” স্বেচ্ছাসেবীরা নিজ হাতে তৈরি করেছে এই ফেস শিল্ড।
সে সকল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সংগঠনটি সেসকল হাসপাতালে ফেস শিল্ড পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের হাতে ১০০টি ফেস শিল্ড উপহার দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের হাতে ফেস শিল্ড তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আকাশ ভূঁইয়া,মোঃ আসিকুজ্জামান সজল, ফাতেমা কবির, রনক মাহামুদ জনিসহ ছায়াতল বাংলাদেশের কয়েকজন স্বেচ্ছাসেবী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ফেস শিল্ড গ্রহণ করে এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের নেৃতবৃন্দ জানান, সংষ্থার পক্ষ থেকে ক্রমান্বয়ে ঢাকা শহরের যেসকল হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সবগুলো হাসপাতালে ফেস শিল্ড পৌঁছে দেয়া হবে। করোনা ভাইরাস সংকটের এই সময়ে “হেল্পএহ্যান্ড” ও “ছায়াতল বাংলাদেশ” যৌথভাবে বেশ কয়েকটি কাজ করছে এবং কয়েকটি কাজ চলমান রয়েছে।
লকডাউন এই সময়ে হেল্পএহ্যান্ডের অর্থায়নে ছায়াতল বাংলাদেশ সংগঠন শত শত গরীব পরিবারের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ইফতারের আগ মুহূর্তে দৈনিক ২০০জন পথবাসী মানুষের মুখে ইফতার ও খাবার দেয়ার কাজ চলছে।ইফতার বিতরণ এই কর্মসূচি পুরো রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।