হোম অন্যান্যসারাদেশ স্বামীহত্যা মামলায় স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

স্বামীহত্যা মামলায় স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

সংকল্প ডেস্ক :

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রবাসফেরত স্বামী মমিনুল হককে, পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী রাবেয়া আক্তারসহ, পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন রামগড় চৌধুরীপাড়ার মো. সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মো. ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার মো. আবুল কালাম (২২) এবং একই এলাকার মো. আবুল আসাদ ওরফে মিঠু (২০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ভাগিনা ও ভাড়াটে খুনী দিয়ে স্বামী মমিনুল হককে গলা কেটে হত্যা করেন রাবেয়া। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে ঘটনার দুই মাস পর স্ত্রীসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে। তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একই বছরের ৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষ্য গ্রহণের পর বিচারক পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। অপর এক আসামি গুইমারার মো. আবুল আসাদ প্রকাশ মিঠু পলাতক।

রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিধান কানুনগো বলেন, ‘যথাযথ ও উচিত বিচার হয়েছে। পরকীয়ার জেরেই এ রকম ঘটনা ঘটেছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আরিফ উদ্দিন উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন