হোম জাতীয় স্বামীর মরদেহের খোঁজে ২ সন্তান নিয়ে হাসপাতালে সোনিয়া

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ক্রেন অপারেটর মো. জুয়েলের মরদেহ পেতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছেলে-মেয়েকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী সোনিয়া। তবে ডিএনএ নেয়ার পর কর্তৃপক্ষ তাদের এক মাস পরে খোঁজ নেয়ার জন্য বলেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০৭ জুন) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, জুয়েলের বাড়িতে চলছে মাতম। বৃদ্ধা মা ছকিনা খাতুন ছেলেকে হারিয়ে কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছেন।

ক্রেন অপারেটর মো. জুয়েল উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

সোমবার (০৬ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী সোনিয়া ৮ বছরের ছেলে হৃদয়কে নিয়ে ডিএনএ টেস্টের জন্য নমুনা দিয়ে আসেন। এখনও তার মরদেহের সন্ধান পায়নি তার পরিবার।

নিহত জুয়েলের ভাই মোশারফ জানান, ২০১৭ সাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ক্রেন অপারেটর হিসেবে কাজ করে আসছিলেন তার ভাই। জুয়েলের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর পাশে ভাড়া বাসায় থাকতেন। অগ্নিকাণ্ডের পর তার স্ত্রী সোনিয়া, ভাই, দেবর মোশারফ ও সন্তানসহ দুর্ঘটনারস্থল, হাসপাতালের জরুরি বিভাগসহ সব স্থানে খোঁজ নিয়েও জুয়েলের সন্ধান পায়নি। পরে তারা নিশ্চিত হয় যে, অজ্ঞাত নিহতদের মধ্যে জুয়েলের মরদেহ রয়েছে। তা শনাক্ত করার জন্য সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিয়ে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন