হোম অন্যান্য স্বামীর বদলির স্থানে স্ত্রীকে পদায়ন, বিমানে তোলপাড়

স্বামীর বদলির স্থানে স্ত্রীকে পদায়ন, বিমানে তোলপাড়

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নিউজ ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত স্টেশন ম্যানেজারের বদলি নিয়ে তোলপাড় চলছে। চলতি মাসের ৭ ডিসেম্বর ওই স্টেশনে বদলি করা হয় শামিমা পারভিনকে। অথচ ওই স্টেশনে পূর্বে যিনি ম্যানেজারের দায়িত্বপালন করেছেন তিনি শামিমা পারভিনের স্বামী মো. শাহাজান। অর্থ্যাৎ স্বামীর বদলির স্থানে পদায়ন করা হয়েছে স্ত্রীকে। বিষয়টি নিয়ে বিমানে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বদলির আদেশের কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে।

আদেশে বলা হয়েছে, তিন বছর অতিবাহিত হওয়ার কারণে কুয়েত স্টেশনের ম্যানেজার মো. শাহাজানকে বদলি করা হলো। নতুন দায়িত্ব হিসেবে সেখানে পদায়ন করা হলো শামিমা পারভিনকে। যিনি বর্তমান বিমানের সহকারী ম্যানেজার গ্রাউন্ডস সার্ভিস হিসেবে ঢাকায় কর্মরত।

বদলির আদেশে সই করেন বিমানের ফরেন সার্ভিসের ম্যানেজার অ্যাডমিন রোখসানা আক্তার।

এদিকে বদলির এই আদেশ নিয়ে কর্মকর্তা–কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, বিমানের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। স্বামীর বদলির স্থলে স্ত্রীকে পদায়ন বিমানের ইতিহাসে এর আগে হয়েছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ তদবিরের মাধ্যমে নজিরবিহীন এমন ঘটনা ঘটানো হয়েছে। ওই পদের জন্য আরও যোগ্য থাকলেও তদবিরের মাধ্যমে এমন নজির স্থাপন করা করা হয়েছে।

তবে এ বিষয়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কেউ মন্তব্য করতে রাজি হননি। এমনকি বিমানের মুখপাত্র বোসরা ইসলামও এ বিষয়ে মন্তব্য করেননি।

জানা যায়, মো. শাজাহান (পি-৩৬৪৮৯) ও শামিমা পারভীন (পি-৩৬৫০৫) উভয়ে ১৯৯৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুনিয়র ট্রাফিক অ্যাসিসট্যান্ট পদে যোগদান করেন। পরবর্তীতে পারস্পরিক পরিচয়ের সূত্রে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন